শিক্ষাব্রতী

-হরবিলাস সরকার               

বাবা স্কুল থেকে বাড়ি ফিরলে ছেলে তাকে প্রশ্ন করল – আচ্ছা বাবা,স্কুলের হেড টিচার হয়ে তো তুমি মিড-ডে-মিল পাহাড়া দিচ্ছো,ছেলেমেয়েদের পড়াচ্ছোনা,তবে বাড়িতে আমাকে নিয়ে কেন পড়াতে বসছো? বাবা বলল-আরে তুই আমার ছেলে,তোকে মানুষ করার জন্য এটুকু তো করতেই হবে। এটা আমার কর্তব্য,মহান দায়িত্ব।তাহলে-স্কুলের ছেলেমেয়েরা তোমার ছেলেমেয়ে নয়! তবে যে গার্জেন মিটিংয়ের বক্তৃতায় বলেছিলে-স্কুলের ছেলেমেয়েরা আমার সন্তানতুল্য,ওদের আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই,এ আমার শপথ,জীবনের ব্রত।কী বাবা,বলোনি? “অভিনয়”।অভিনয়?যা বাবাঃ তুমি হেড-টিচার,আবার মিড-ডে-মিলের পাহাড়াদার,এখন দেখছি-বড় অভিনেতাও!যাকগে,ঠিক আছে।আচ্ছা বাবা,বলোতো-তুমি কত টাকা মাইনে পাও? ‘আটচল্লিশ হাজার’,কেনরে,তোর টাকার খোঁজ কীসের,হাই-ফাই কিছু কিনবি নাকি?না,ভাবছি-আমাদের পাঁচতলা ফ্লাটের পাহারাদার সারারাত পাহাড়া দিয়ে মাত্র আট হাজার টাকা মাইনে পায়,তার চেয়ে তুমি না জানি কত বড় মাপের পাহারাদার!!