‘আসেনি পরিণতি’


(বন্ধু সরফরাজ আলির উদ্দেশ্যে কবিতা) 

               -হরবিলাস সরকার

বসন্তের চাঁদ উঠেছিল,
কামিনির শাখে ফুল ফুটেছিল,
রেণু তার সুবাস বিলিয়েছিল,
মধুকর এসে বলেছিল —
তোমাকে ভালবাসি।
জ্যোৎস্নায় আকাশ ভরেছিল,
নদী-জল ঝলমলিয়ে উঠেছিল,
বীণার তারে সে কলতান তুলেছিল,
সাগর শুনে বলেছিল —
মোহনা-পাড়ে তোমাকে নিয়ে
সুখের ঘর বাঁধব।
বাতাস ঢেউ খেলেছিল,
মাধবীলতা তার খোপা দুলিয়েছিল,
বকুল ঝরে পড়েছিল,
নিশুতির পেঁচা হেসে বলেছিল —
জীবনে-মরনে তুমি পাশে থেকো।
       ভোর হল যখন,
রাতের চাঁদ মিলিয়ে গেল!
পাপড়িরা খসে পড়ে গেল!
স্রোতস্বিনী থেমে গেল!
দখিনা-বাতাস থমকে দাঁড়াল!
মধুকর করুণ সুর ধরল!
রাতজাগা পেঁচা অশ্রু ঝরাল!
         
       বেলা বাড়ে,
                   
             দিশেহারা বেকার পথে পথে ঘুরে বেড়ায়
একটা কাজের আশায়,
            পুঁজির সাম্রাজ্যে শুধুই মরীচিকার পেছনে ছোটা,
             দিনশেষে ভূখা পেটে বাড়ি ফিরে এল যখন
                     ততক্ষণে চোরা-বালির চরে
                     তলিয়ে গেছে সুখের নীড়!
                     স্বপ্নগুলো মরে গেছে!
ভালোবাসার কলিরা শুকিয়ে গেছে চিরতরে!!

—-*—-*—-*—-*—–*—–*—–*—–*—-