Bibeker Bhangle Ghum – বিবেকের ভাঙলে ঘুম

 

(কবিতা)
বিবেকের ভাঙলে ঘুম

                               –  হরবিলাস সরকার


অন্ধকার ঘনিয়েছে বলে ভয় পেও না,

জোনাকিরা তো আছে। এক বিন্দু অগ্নিস্ফুলিঙ্গ – 
সেও দাবানল সৃষ্টি করতে পারে।

বেদনা আছে বলেই চোখের জল ফেলো না,

দুঃখের নদীও তো আছে। তোমার বুকে বয়ে চলা নীলনদ,
 আবার কোনো মিশরের জন্ম দিতে পারে।


সুবিচার পাওনি বলে আশাহত হইও না,

মানুষের আদালত তো আছে। বিবেকের ভাঙলে ঘুম, 
নতুন ঊষার আলোয় পৃথিবী উদ্ভাসিত হবে।