Court of Conscience – বিবেকের আদলত

বিবেকের আদালত

বিবেকের আদালত


( গল্প – রূপক ধর্মী ) 

 বিবেকের আদলত

হরবিলাস    সরকার

 

     “ছেলেটি
ছুরির পর ছুরি চালিয়ে প্রিয়তমার জীবন কেড়ে নেওয়ার পরও প্রেম নিবেদন করে গেল
, ‘তোমাকে রক্ত ভেজা গোলাপ উপহার দিলাম।’ এ কোন্ প্রেম,
কেনইবা এই পরিণতি? বিচারক
উকিলকে প্রশ্নটা করলেন।

ধর্মাবতার,
এ প্রশ্ন তো আমারও,
কথাটা পাল্টা ছুঁড়ে দিয়ে
উকিল সাহেব বিচারকের দিকে তাকিয়ে রইলেন।

ডাকুন তাহলে মনোবিদকে কাঠগড়ায়, দেখি উনি কী বলেন। ”

    মনোবিদ
কাঠগড়ায় এসে দাঁড়ালে উকিল সাহেব তাকে ‘গীতা’
ছুঁয়ে শপথ বাক্য পাঠ করে ভাষ্য দিতে বললেন। মনোবিদ হাতের
ইশারায় একটু থামতে বলে কী যেন চিন্তা করে তারপর মৃদু হেসে বললেন
, “না,  ‘গীতা’ ছুঁয়ে এ ভাষ্য দেওয়া সমীচীন  হবে না।” 
“কেন
?  “কেননা, ‘গীতা’
ছুঁয়েইতো এবং  চৌত্রিশ কোটি দেবতাকে স্বাক্ষী করে প্রথমবার
ছেলেমেয়ে দুটি  উভয় – উভয়কে প্রেম
নিবেদন  করেছিল খুব সুন্দর গোলাপ দিয়ে।”


   বিচারক বললেন, “ঠিক
আছে
, ‘গীতা’ ছুঁয়ে  শপথ করতে হবে না।  বলুনতো – সে গোলাপ রক্তে ভিজলো কেন?

“মহামান্য
বিচারক মহাশয়
, কারণ অনেক হতে পারে।”  “কী কী?

“বলি
তাহলে শুনুন –

এক
নাম্বার : ছেলেটি
,
মেয়েটি  প্রকৃতই 
দুজন – দুজনকে ভালবাসত
,
কিন্তু  দারিদ্র বা বেকারত্ব  বাধা হয়ে দাঁড়িয়েছিল। দুই নাম্বার :  ছেলে-মেয়ে দুটি দুজন দুজনকে  ভালবাসলেও মেয়েটির বাড়ির লোকের পছন্দ  ছিল না।

তিন
নাম্বার : এই মিলনে ছেলেটির বাড়ির প্রবল 
আপত্তি ছিল। মেয়েটি তাকে  ঠকাচ্ছে
এরকম একটি মিথ্যা নাটক করে ছেলেটির মাথা 
বিগড়ে দেওয়া হয়েছিল।

চার
নাম্বার : মেয়েটি সত্যি সত্যিই অন্য কারও প্রতি আকৃষ্ট হয়েছিল।  

পাঁচ
নাম্বার : ছেলেটি অন্য কাউকে ভালোবেসে ফেলেছিল, তাতে প্রথম মেয়েটি বাধা হয়ে
দাঁড়িয়েছিল।  

ছয়
নাম্বার : মেয়েটি প্রকৃতই ভালোবাসলেও ছেলেটি মিথ্যা অভিনয় করেছিল ।  আসলে ভ্রমরের মতো ফুলে বসে মধু খেতে চেয়েছিল । ছলনা
বুঝতে পেরে মেয়েটি ছেলেটির শাস্তি চেয়েছিল।

সাত
নাম্বার : ছেলেটি প্রকৃতই ভালোবাসলেও মেয়েটি মিথ্যা অভিনয় করেছিল।  আর ছেলেটি এই ছলনা বুঝতে পেরে হিংস্র  হয়ে উঠেছিল।  

আট
নাম্বার : রূপের মোহ আর যৌবনের চাঞ্চল্যে একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিল।  কিন্তু জাত-পাত,ধর্মীয় গোঁড়ামির কারণে নানা
জটিলতা সৃষ্টি হয়েছিল ।

নয়
নাম্বার : বিষয়-আশয়কে কেন্দ্র করে পূর্ব কোন বিবাদের প্রতিশোধ নিতে প্রেমের
ছলনা , তারপর স্পৃহাকে চরিতার্থ করা ।  

দশ
নাম্বার : রাজনৈতিক কোন বিবাদের প্রতিশোধ নিতে প্রেমের ছলনা, তারপর সুযোগের
সদ্ব্যবহার ।


বিচারক
এবার ভাষ্য থামিয়ে মনোবিদকে জিজ্ঞেস করলেন , “আপনার আর কতগুলো নাম্বার বাকি আছে?”
মনোবিদ সহাস্যে উত্তর দিলেন, “মহাশয়, আরও কয়েকটা ……।”  “ থাক্, যা বললেন তার মধ্যে কোনটা?”  চটজলদি উত্তর, “এক নাম্বার নিশ্চিত।  এর সাথে দুই আর চার নাম্বারও যুক্ত করা যেতে
পারে। ”

বিচারক
ভাবতে বসলেন, তারপর বললেন – সে যাইহোক, উকিলসাহেব, আপনি বরং পুলিশের বড় কর্তাকে
ডাকুন।
“হ্যাঁ ধর্মাবতার,” বলে উকিল গলা চড়ালেন, “ডিজি
সাহেব, আপনি কাঠগড়ায় এসে দাঁড়ান।

কাঠগড়ায়
দাঁড়ালে ডিজি প্রশ্নের মুখে পড়লেন, “দিনের আলোয় এভাবে খুন হয়ে গেল, আপনারা কি
ঘুমোচ্ছিলেন?” “উকিল সাহেব, উদ্দেশ্য যদি ‘কেউ কাউকে খুন করবেই’  এমন হয়, তবে তা আটকানো মুশকিল।  বিশেষ করে এই প্রেমঘটিত খুন।  কেননা, আমরা জানবো কী করে –  কে কাকে কাছে টানবে অথবা কে কাকে দূরে সরিয়ে
দেবে?”

“তাহলে
কে জানবে?” ডিজি এবার উত্তর দিলেন, “মহামান্য আদালত, মনোবিদের কথা অনুযায়ী এখানে
দারিদ্র বা বেকারত্ব বাধা হয়ে দাঁড়িয়েছিল, অর্থনৈতিক ব্যাপার, অতএব,
অর্থমন্ত্রীকে তলব করলে ভালো হয়। ”

বিচারকের
নির্দেশে উকিল অর্থমন্ত্রীকে তলব করলেন।  প্রশ্নবাণ ছুঁড়লেন, “দেশে বেকরত্ব ক্রমবর্ধমান এবং
তা ঘর বাঁধার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিচ্ছে।  জন্ম নিচ্ছে হতাশা, অবসাদ, মহাশূন্যতা।  আর তা প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই
দায় কি আপনি এড়াতে পারেন?  যুবক-যুবতীদের স্বনির্ভর
করানোর দায়িত্ব কি আপনার নয় ?”

“মহামান্য
বিচারক, এর উত্তর আপনাকে দিচ্ছি, শুনুন তবে । সমাজটাতো পুঁজি নির্ভর।  শিল্পপতিরা ব্যাপকভাবে পুঁজি না ঢাললে কলকারখানা
গড়ে উঠবে কী করে? কর্মসংস্থান হবে কী করে ?”


বিচারক
মাথা ঝাঁকালেন, জানতে চাইলেন – “বড় শিল্পপতি কোথায়, উনি কি এসেছেন ?”

বড়
শিল্পপতি কাঠগড়ায় এসে বললেন, “মহাশয়, কাটমানি, হিস্যা , তোলাবাজির অত্যাচারে আমরা
শিল্প গড়ব কী করে? যদিওবা শিল্প গড়ে ওঠে সেখানে কর্মসংস্থান হবে অতি নগন্য।

“কেন,
কেন, নগণ্য কেন ?”  “বিজ্ঞানীরা জগৎকে অত্যাধুনিক
প্রযুক্তি উপহার দিয়েছেন । আমরা তা ব্যবহার করে সুফল পাচ্ছি।  বেশি লোকের কাজ অল্প লোক দিয়ে করে দু`পয়সা লাভ
করছি।  এতে দোষ কীসের? তবে মানুষ যদি খুনোখুনি
করে মরে, পশুর মত হিংস্র হয়ে ওঠে, এটাতো কালচার অর্থাৎ সংস্কৃতির ব্যাপার।  তা দেখভালের জন্য তো সংস্কৃতি মন্ত্রী আছে।

বিচারকের
দৃষ্টি গিয়ে পড়ল সংস্কৃতিমন্ত্রীর উপর। “ওই তো সংস্কৃতিমন্ত্রী। আপনি বসে আছেন
কেন
? আসুন কাঠগড়ায়।”

সংস্কৃতিমন্ত্রী
কাঠগড়ায় আসার ফাঁকেই মনোবিদ তাঁর আসন থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন
, “বিচারক  মহাশয়, সমাজে এখন 
বিনোদনের মাধ্যমগুলো যা সৃষ্টিসম্ভার নিয়ে নিয়মিত হাজির হচ্ছে ,তাতে
মানুষের মনে প্রতিনিয়ত কুপ্রভাব  বিস্তার
লাভ করছে। টিভির পর্দায় বা মোবাইল ফোনে বানিজ্যিক সিনেমা
, ধারাবাহিক,
বিজ্ঞাপন, পর্ণগ্রাফি ইত্যাদি উপাদানগুলো সুস্থ এবং ভালো চরিত্র
গঠনের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।  আর
তার সাথে রমরমিয়ে চলছে মদের ব্যবসা। ”

বিচারক  বলে উঠলেন, “আপনার  নিশ্চয়ই আর কোন নাম্বার বাকি নেই। বেশ, এবার বসুন। ”


সংস্কৃতিমন্ত্রী
বললেন
, “মহাশয়,
সবকিছুই এখন বানিজ্য
ভিত্তিক।  বাজার চাঙ্গা করতে যা যা করণীয়
সেটুকু করা হয়। আর আবগারি দপ্তর থেকে সরকারের কোষাগারে প্রচুর অর্থ আসে। তা না
হলে দেশ  চলবে কী করে
?

এজলাসে
উপস্থিত বিশিষ্ট এক সমাজসেবী এসময় বিচারকের অনুমতি নিয়ে কিছু বলতে চাইলেন।
অনুমতি মিলল। তিনি বললেন
,
“মহামান্য আদালত, সবই তো শুনলেন,
সবই অনুভব করলেন। এইতো
আমাদের সমাজ। এখানে জীবনের স্বপ্নগুলো মরে যায়। সুকুমার প্রবৃত্তিগুলো লুপ্ত হয়ে
যায়।  ফুটে ওঠা ফুলেরা অনাদরে শুকিয়ে
যায়। অসহায় বিবেক গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে দানবের ঔদত্যে। চারদিকে শুধুই  অন্ধকার। পুঁজির এই ভুবনে আলোর পথ রুদ্ধ। চাই
নতুন কোনও ভুবন
, নতুন ভোরের আলো। ” 

বিচারক
এবার উঠে দাঁড়ালেন। বললেন
,
“আজকের মতো বিচারসভা এখানে
শেষ হল। আগামিকাল যথাসময়ে আবার বিচারসভা শুরু হবে এবং রায়দান হবে। ”

 

পরের দিন



বিচারকের
সামনে মেয়েটির পক্ষের উকিল মেয়েটির মাকে তার মনের কথা বলতে বললেন। মেয়ে হারা
পাষান প্রতিমা মা কাঠগড়ায় দাঁড়িয়ে কিছুক্ষণ নির্বাক হয়ে দূরের পানে তাকিয়ে
রইলেন। তার অশ্রুসজল নয়নে ভেসে উঠলো কত স্মৃতি। মনে পড়ছে তার ছোট্ট খুকুর কথা।
কত আদর,
যত্নের মধ্যে দিয়ে সে বড় হয়ে উঠেছিল। কত
স্বপ্ন দেখেছিল। নিমেষে একটা ঝর এসে সব শেষ হয়ে গেল।………।
 

উকিল
সাহেব এবার অনুরোধ করলেন
,
“বলুন মা। ”

মায়ের
ভেতর থেকে বেরিয়ে এল দীর্ঘনিঃশ্বাস। বলল
,
“ধর্মাবতার, ‘ওই’
ছেলেটা আমার মেয়েকে ‘রক্ত
ভেজা গোলাপ’
উপহার দিয়েছে। ‘ওকে’ দেবার মতো আমার কিছুই নেই। তবু দুফোঁটা চোখের জল রেখে
গেলাম। আপনি ‘ওর’

হাতে তুলে দেবেন। আর একটা
আর্জি জানিয়ে যাই – সমাজের আর কোন মায়ের যেন এমন করে কোল শুন্য না হয়। আর
আমার  কিছুই বলবার নেই। ” বলতেই  জ্ঞান হারালেন মা ।

বিচারক
বললেন, “মানুষের চৈতন্যোদয় হোক।” এরপর তিনি রুমালে চোখ মুছলেন। তারপর ছেলেটির
আমৃত্যু জেলের ভেতরে থাকার শাস্তি ঘোষণা করে ভেতরে চলে গেলেন।

Court of Conscience

 

(Story – metaphorical religion)

Court of Conscience

 

“Even after the young boy stabbed his sweetheart to death with a knife,
he offered love, ‘I gave you a blood-soaked rose.’ The judge asked the lawyer
the question.

“Dharmabatar, this question is also mine,” said the lawyer,
looking back at the judge.

“Call the psychologist then, let’s see what he says. ”

When the psychologist came and stood on the fence, the lawyer asked him
to touch the Gita, read the oath and comment. The psychologist gestured for a
moment to stop and then smiled softly and said, “No, it would not be
appropriate to comment on the Gita.” “Why?” “Because,
touching the Gita and witnessing the thirty-four crore deities, for the first
time, the two young persons fell in love with each other – with beautiful
roses.”

The judge said, “All right, you don’t have to swear by touching the
Gita. Tell me – why is he soaked in rose blood? “

“Your Excellency, there can be many reasons.”
“What?”


“Then listen –

Number one: the young boy, the young girl really loved each other, but
poverty or unemployment stood in the way. 

Number two: The boy and the girl
loved each other but the parents in the girl’s house did not like it.

Number three: The boy’s house had strong objections to this meeting. The
boy’s head was disfigured by a false pretense that the girl was cheating on
him.

Number four: The girl was really attracted to someone else.

Number five: The boy fell in love with someone else, the first girl
stood in the way.

Number six: The girl really loved but the boy lied. In fact, he wanted
to eat honey sitting like a bumblebee. Realizing the trick, the girl wanted to
punish the boy.

Number seven: The boy really loved but the girl lied. And the boy
realized this trick and became violent.

Number eight: The fascination of form and the vivacity of youth were
attracted to each other. But caste, religious orthodoxy caused many
complications.

Number nine: The trick of love to avenge a previous dispute centered on
the subject, then satisfying the desire.

Number ten: the trick of love to avenge a political dispute, then take
advantage of the opportunity.


The judge stopped short and asked the psychologist, “How many
numbers do you have left?” The psychologist replied with a laugh,
“Sir, a few more …….” “Stay, which of the following is
true?” Quick answer, “Number one is sure. Numbers two and four can
also be added to it. ”

The judge sat down to think, then said, “Anyway, lawyer, you better
call the senior police officer.” “Yes, Dharmabatar,” said the
lawyer, raising his voice, “Mr. DG, you come and stand on the fence.”

Standing on the fence, the DG questioned, “You were killed like
this in broad daylight, were you sleeping?” “Mr. Lawyer, if the
motive is ‘someone will kill someone’, then it is difficult to stop. Especially
this romantic murder. Because, how do we know – who will pull whom or who will
push whom away? “

“Then who knows?” The DG replied, “Your Excellency,
according to the psychologists, poverty or unemployment was an obstacle here.
Economic matters, therefore, it would be better to summon the Finance
Minister.” ”

At the behest of the judge, the lawyer summoned the finance minister.
“Unemployment is on the rise in the country and it is shattering the dream
of building houses,” he said. Despair, exhaustion, emptiness is being
born. And it has become a cause of death. Can you avoid this liability? Isn’t
it your responsibility to make young men and women self-reliant? ”

“Your Excellency, I am giving you the answer, listen.” Society
is dependent on capital. How can a factory be built if the industrialists do
not invest heavily? What will happen to employment? ”

The judge shook his head and asked, “Where is the big
industrialist, is he here?”

The big industrialist came to the fence and said, Even if industry develops,
employment will be negligible. ”

“Why, why, why insignificant?” “Scientists have given the
world the gift of cutting-edge technology. We are benefiting from using it. I
am earning a lot of money by doing the work of more people with less people. What’s
wrong with that? But if people die by killing, become violent like animals, it
is a matter of culture. There is a culture minister to take care of it. ”

The judge’s gaze fell on the Minister of Culture. “That is the
Minister of Culture. Why are you sitting Let’s go to the fence. “

As soon as the Minister of Culture came to the fence, the psychologist
got up from his seat and said, “Mr. The elements of commercial movies, serials,
advertisements, pornography, etc. on the TV screen or mobile phone have become
an obstacle for building a healthy and good character. And the liquor business
is going on with him. ”

The judge said, “You must have no number left. Well, sit down now.


The Minister of Culture said, “Sir, everything is trade based now. All
that needs to be done is to set the market straight. And a lot of money comes
to the government treasury from the excise department. If not, what will the
country do? ”

A prominent social worker present in the courtroom wanted to say
something with the permission of the judge. Permission granted. He said,
“Your Excellency, the court heard everything, felt everything. This is our
society. Here the dreams of life die. Sukumar’s instincts disappear. The
blossoming flowers dry up carelessly. The helpless conscience sighed and wept
at the demon’s feast. Just dark all around. The path of light is blocked in
this world of capital. I want a new world, a new dawn. ”

The judge stood up. “It simply came to our notice then. The trial
will resume in due course tomorrow. ”

The next day



The lawyer for the girl in front of the judge asked the girl’s mother to
speak her mind. The mother of the lost idol stood on the fence and remained
silent for a while and looked away. How many memories floated in his tearful
eyes. I remember talking about his little dog. He grew up with so much care and
attention. How many dreamed. In an instant a shower came and it was all over
……….

This time the lawyer requested, “Tell me , mother. ”

The mother sighed. Said, “Dharmabatar, that boy has given my
daughter a gift of ‘Blood Wet Rose’. I don’t have anything to give him. Yet I
left tears in my eyes. You give it to her. Let me make another plea – that no
other mother in the society should be empty like this. And I have nothing to
say. The mother lost consciousness.

The judge said, “Let the people be awakened.” Then he wiped
his eyes with a handkerchief. He then went inside, announcing the punishment
for the boy to remain in jail till death.