পাথর-পিঞ্জরে মর্মব্যথা


ভূমিষ্ট হয়েও যে নবজাতক

দেখতে পেল না মায়ের মুখ,

ক্ষণিকের সেই অতিথি

হৃদয়ের বড় প্রিয়জন

অস্ফুট তার দুচোখ চিনল না এই সুন্দর পৃথিবীকে,

বড় যাতনা বুকে সয়েও

তবুও বাঁচার আশায়

‘মাতৃ-মা’য়ের শয্যায়

মৃত্যুর সাথে মরণপণ যুদ্ধ করে

অবশেষে চিরবিদায় নিয়ে চলে গেছে,

রেখে গেছে ব্যর্থতা আর একরাশ অভিমান।

 

এমনিকরেই অন্তহীন বেদনার স্মৃতিটুকু নিয়েই

প্রতিদিন কত মা পাথর হয়ে বেঁচে থাকে।

 

উপরে আধুনিকতার আলোর রোশনাই

তারই নীচে গাঢ় অন্ধকারে

দুঃখের নদীগুলি ভরে ওঠে,

জানিনা,কবে শুকাবে এই চোখের জল ?

[‘মাতৃ-মা’ হল যেখানে নবজাতক ভূমিষ্ট হয়]